শিকড়ের মায়াটান - তুষার ভট্টাচাৰ্য || কবিতা || Poetry
শিকড়ের মায়াটান
তুষার ভট্টাচাৰ্য
শ্রাবণের বিষণ্ণ মেঘ আহত পাখির মতন দু'চোখে অশ্রু মেখে রাত্তির জানালায় উড়ে এলে,
নদীর পাড় থেকে ঝরা বটের পাতায় লেগে থাকা হিম শীতল মৃত্যুর বাতাস ঘুমের শিয়রে উঠে এসে আমাকে জাগিয়ে তোলে ;
তবে কী আমি নাকে মৃত্যুর পোড়া গন্ধ নিয়ে ডিঙি নৌকোয় চেপে ভেসে যাবো গাঙ্গুরের জলে শীতের অন্ধকারে ?
কেন যে চারপাশে এই বিষণ্ণ আলো আর অন্ধকার অসফল ব্যর্থ আমাকে নীরবে
জীবনের বেঁচে থাকার গল্প বলে না আর ;
তাই সমস্ত সম্পর্কের নাগপাশ বন্ধন ছিন্ন করে
এই রৌরব পৃথিবীর শিকড়ের মায়াটান ভুলে
একা একা চলে যেতে চাই
ওই দিকশূন্যপুরে নিরুদ্দেশে ;
তখন বিপন্ন অপমানিত আমাকে আর খুঁজে পাবেনা কেউ
ভোর শিশিরের জলেধুয়ে যাওয়া আলপথে, মাটি তৃণঘাসে মৃত জোনাকির পাশে।
Comments