আমার প্রেম আমার পূজা - আশিস ভট্টাচার্য্য || কবিতা || Poetry
আমার প্রেম আমার পূজা
আশিস ভট্টাচার্য্য
তোমাকে সরস্বতীর চোখে দেখি তবুও সে আমার নিরুত্তর প্রেম।
পুরুষ কখনো কোন সুন্দরীর প্রতি বিমুগ্ধ দৃষ্টিতে তার মানস প্রতিমার পায়ের হৃদয় নিবেদন করতে পারে।
যদিও হৃদয় তখন পূজায় নিবেদিত একটি ফুল মাত্র।
পুরুষ কখনো অন্য পুরুষের পূজায় বিশ্বাস করে না
বিশেষ তোমার মত সুন্দরীর বেলায় ।
সন্দেহ, অবিশ্বাস, ঘৃণা এবং অনাস্থার বিষবাণ যখন আমাকে কুরে কুরে খায় তখন তোমার এক মুহূর্তের সুখনিদ্রায় ব্যাঘাত ।
আমার নিরব প্রেম থুড়ি অন্তরের পূজায় অন্য পুরুষদের হৃদয় জ্বলে পুড়ে খাঁক হতে থাকে।
কিন্তু যাই বলো তোমাকে আমি সরস্বতীর চোখে দেখি।
Comments