প্রিয় প্রাক্তন - দিশা পালনদার || কবিতা || Poetry

 প্রিয় প্রাক্তন

দিশা পালনদার


প্রেম কাহিনী ব্যক্ত করি নীল আকাশের নিচে 

একমুঠো রৌদ্রছায়ার আলপনাতে গোটা শহর যাক ভিজে।


স্মৃতি হাতড়ে পেয়েছি একটা ভাঁজ খাওয়া চিরকুট 

তুমি লিখেছিলে ওতে ভালোবাসার মেট্রোর রং রুট।


শহরের বুক জুড়ে অবিন্যস্তভাবে ছড়িয়ে ট্রামলাইনগুলো, 

পেত্রার্কান সনেটের বই জুড়ে শুধু পড়ে একরাশ ধুলো।


তুমি ভালবাসতে শেক্সপিরিয়ান, আমি পেত্রার্কান 

সনেট নিয়ে দুজনের মধ্যে জমতো অনেক অভিমান।


ঝগড়া শেষের অন্ত্যমিলে মিশে যেত তোমার কাপ্লেট 

আর আমার লেখা টুপটাপ সেস্টেট।


নাকে ভেসে আসে তোমার ব্যবহৃত আতরের গন্ধ তোমার লেখা কাপ্লেটগুলো সবই আজ শুষ্ক প্রবন্ধ।


মন আর কাঁচ সমান্তরাল, ভাঙলে জোড়া লাগে না যেমন এশহরের বুকে আর কৃষ্ণচূড়ার বৃষ্টি নামে না।


শুকনো পাতার খসখস আমার শহরে বারোমাস, আমার চাহনির বেড়াজাল অতিক্রম করেছ আজ ন'টা মাস।


কখনো মনের গহীনে, কখনো দুচোখ জুড়ে শাওন 

ন'টা মাসের শোক কাটাতে পারেনি তোমার প্রিয় প্রাক্তন।।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র