Sunday, January 29, 2023

রঙের জন্য - কাঞ্চন পাহাড়ী || কবিতা || Poetry

 রঙের জন্য 

   কাঞ্চন পাহাড়ী 



আমি তুমি মিলে ,

রঙ নিয়ে দেখি স্বপ্ন,

আর, রঙ নিয়ে করি অভিমান।


আমি তুমি,

 রঙের জন্য করি সভা,

আর, রঙের জন্য তুলি শ্লোগান।


আমি তুমি ,

রঙ বদলের জন্য হাঁটি পথ,

আর , রঙ বদলে দেওয়ার জন্য করি শপথ।


আমি তুমি আজ,

রঙ দিয়ে গড়ি সরকার,

আর,রঙ নিয়ে করি হাহাকার।


আমি তুমি আজ ,

রঙ দিয়ে তুলি সব প্রতিশোধ, ভুলে যাই সকল চেতনা আর বোধ।


আমি তুমি আজ,

 রঙ দেখে ভুলেছি সব সংগ্রাম,

 আর, রঙ মেখে করেছি সভ্যতার বদনাম।

No comments: