শেষ - মতিউর রহমান ইবনে রোমজান || কবিতা || Poetry
শেষ
মতিউর রহমান ইবনে রোমজান
তোমায় কাছে একটি প্রার্থনা কবুল কর মোরে,
মৃত্যুর ফারিস্তা দাঁড়ায়য়া আছে আমার গৃহের দ্বারে।
মৃত্যুর কষ্ট সহজ করে দাও -ওগো আল্লাহ দয়াময়
আমার মৃত্যু এমন হয় যেন- যেমন মায়ের শিশু ঘুমায়।
তোমার ফারিস্তার ভয়ংকর আকৃতি ,আমি বুঝতে নাহি যেন পারি,
আমায় জীবনাবসান যেন তোমায় পছন্দ হয়, মুখে যেন কলমা পড়ি।
কষ্ট আমায় দিও না প্রভু, পরীক্ষাতে ফেলো না আমায়,
আমি তোমায় পাপী বান্দা, আমায় করো ক্ষমায়।
মহামানব যেন আসে আমার কাছে, আমি যখন ঢলে পড়ব মৃত্যুর কোলে,
তানার দেখতে দেখতে আমার দেহান্ত হোক, আমি প্রার্থনা চাই কবিতার ছলে।
Comments