মে সংখ্যা 2023 || May Sonkha 2023


 



শেষ গ্রীষ্মের খরতাপে অতিষ্ট জীব বৈচিত্র্য। মেঘ মল্লারের বিভীষিকা কখনো খুশি, কখনো যন্ত্রণাদায়ক। প্রাণের প্রভু বহুকাল যাবত গভীর ঘুমে আচ্ছন্ন। ভক্তদের আন্দোলন চাতক পাখির কাছে একমত। এমতাবস্থায় মানুষ কে দু'দন্ড শান্তি দেয় বেআকুল বাঁশরী, শেষ বিকেলে দোতারা, আর হাজার বছরের পুরাতন ঘেঁটে দেখা সাহিত্য চর্চা।


প্রেম রসিক বাঙালি সহ সমগ্র জনজীবন একে অপরকে জড়িয়ে চুমু খেতে ভয় পায় বর্তমানে। তবে নদীর মিলন সমুদ্র স্বীকার করে। ভালোবাসার কন্টকাকীর্ণ পথ বর্তমানে কঠিন থেকে কঠিনতর। তবে কবির কলম এই গুলোকে তুচ্ছ করে তোলে। পৌঁছতে পারে নিজের কলমের আদলে প্রকৃতিকে আঁকতে। ভালোবাসার রঙিন স্বপ্ন তার ডায়েরী পাতার ছত্রে ছত্রে। কবি তার সাহিত্য দিয়ে পৌঁছতে পারে প্রেমিকের সাথে গোপন অভিসারে। আর একনিষ্ঠ পাঠক ভক্তি সুলভ আচরণে কবি তথা লেখকের সাথে এক ভাবনায় নিজেকে আন্দোলিত করে তোলে। প্রভাব ফুটে পারস্পরিক সহযোগিতায়।

এই সুযোগ আমারা দিয়েছি প্রতিটি লেখক ও পাঠক গোষ্ঠীদের, আমাদের মাসিক পত্রিকা ওয়ার্ল্ড সাহিত্য আড্ডার হাত ধরে। আপনি হয়ে উঠুন একনিষ্ঠ পাঠক। লেখক গোষ্ঠি নিজেকে বিস্তৃত করুক। এই আমাদের সংকল্প।


   ‌‌                             ধন্যবাদান্তে
        World ahitya adda সম্পাদকীয় বিভাগ



বি.দ্র:- সকল কবি ও লেখক তাদের লেখা এই সংখ্যাতে থাকছে তারা প্রত্যেকে এই হোম পেজে নীচের দিকে যান তারপর 'view web virsion' এ ক্লিক করুন । তারপর ঐ মেন পেজে ডানদিকে সূচিপত্রের লিস্ট পাবেন। সেই লিস্ট নিজের নামে ক্লিক করলেই লেখা গুলো দেখতে পাবেন। সেটাই আপনার লেখার লিংক। এই নিয়ম শুধু মাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। যারা কম্পিউটার এ খুলবেন তারা সরাসরি মেন পেজ পাবেন সেখানে সূচিপত্র পাবেন।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024