বুনে দিই শাল সেগুন - বিশ্বনাথ মাঝি || Bune di sal segun - Biswanath majhi || Bengali Poem || Poetry || বাংলা কবিতা
বুনে দিই শাল সেগুন
বিশ্বনাথ মাঝি
এক অরণ্য শাল সেগুন বুনে দিই
আবহাওয়ার তাগিদে
এসো মেঘ এসো বৃষ্টি শ্রাবণ বুকে নিই
আমাদের বৃষ্টির খিদে।
জলবায়ু সরে যায় গাছেদের বিহনে
সামঞ্জস্য প্রয়োজন বড়ই
এমন আগুন তপ্ত নিদাঘ সূর্য কিরণে
জীবনে অসহ্য দাহ খরই।
বনানী সবুজ হোক গাছের সৃজনে
দূর হোক যত দূর্বৃত্তায়ন
এক অরণ্য বুনে দিই শাল সেগুনে
গাছের আজ বড়ো প্রয়োজন।
মাটি জল হাওয়া আজ বিষাক্ত দূষণ
জীবনে প্রাণ ওষ্ঠাগত
বুনে যাই শাল সেগুন করুক পূরণ
চন্দন হাওয়া আজ বিগত।
Comments