গুণধরের বিয়ে - চন্দন চক্রবর্তী || Gunodhorer Biye - Chandan Chakraborty || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 গুণধরের বিয়ে

চন্দন চক্রবর্তী


কি হে ভায়া,কেমন আছো ? হঠাৎ করলে বিয়ে !

তাকেই করলে,ওই যার সাথে ছিল ইয়ে টিয়ে ?

না না দাদা,কি আর বলি,সেই মেয়েটার কথা,

ভাবলে বুকে ব্যাথা জাগে,ঘুরতে থাকে মাথা ।


কেন,কেন ? কি হয়েছে ? ব্যাপারটা কি শুনি,

মেয়ে তো বেশ ফর্সা,লম্বা,তাছাড়া সে গুণী,

গড়ন তাও ভারি মিষ্টি,মায়াবী চোখ দুটো,

চলন,বলন সবই ভালো,কিছু ছিল ঝুটো ?


সে কথা নয়,সে কথা নয়,শুনুন তবে বলি,

শ্বশুর মশাই কিপটে হলে কেমন করে চলি ?

দুলাখ আগাম দিলেই দাদা চাকরি আমার পাকা,

টাকা চাইতেই,গেলেন চটে,মানুষ এমন বাঁকা !


সেতো হবেই,শিক্ষক তিনি,বিদ্বান মানুষ বটে,

ঘুষের চাকরি শুনেছেন যে,তাই গিয়েছেন চটে,

তাছাড়া ভাই তোমার চাকরি,তুমি খাবে দাবে,

তিনি কেন টাকা দেবেন ? কেন চাইতে যাবে ?


শুনুন দাদা,আমি হলাম মাধ্যমিক ফেল ছেলে,

তাতে করে কি এসে যায় নইতো এলেবেলে !

ছেলে মানে সোনার আংটি,সেতো সবাই জানে,

হোক না বাঁকা তবু তাকে সবাই সোনা'ই মানে ।


বেশ ভায়া,তারপর বল,ঘটেছিল কি পরে,

টাকা দিতে শ্বশুর রাজি ? বউ আনলে যে ঘরে ?

চাকরি তোমার হয়ে গেছে ? মুখটা হাসি হাসি !

মনিকাঞ্চন যোগ হয়েছে,মনে খুশির রাশি !


কি যে বলেন,শুনুন তবে ঘটলো গিয়ে শেষে,

ঘটক ঠাকুর খবর পেয়ে চুপি চুপি এসে,

সরেস মেয়ের খবর দিতেই নিলাম বিয়ে করে,

গায়ের রংটা বেজায় কালো,কে আর সেটা ধরে ।


পাঁচ লাখ নিলাম এক তো যাবে,সাবান কিনবো দাদা,

ভালো রকম ধোলাই দিলেই বউ তো তখন সাদা,

দু লাখ দিলে চাকরি হবে,বাকি দুলাখ হাতে,

ব্যাংকে রাখলে সুদও আসবে,থাকবো দুধে ভাতে ।


বেশ ভায়া,ভালো ভালো,গুণধর তুমি বটে,

হিসেব তোমার খুবই পাকা বুদ্ধি আছে ঘটে,

বলার ধরন কেমন কেমন ভাবতাম হাবা গোবা,

ভুল ভেঙ্গেছে,তোমায় চিনে,আমি এখন বোবা ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ