Wednesday, May 31, 2023

অনুকম্পা - অসীম কুমার সমাদ্দার || Onukompa - Ashim Kumar Samadar || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 অনুকম্পা 

অসীম কুমার সমাদ্দার


উড়ে যাব একদিন প্রমিথিউসের নাম করে 

কোন চৈতালি রাতে , তোমার জানালার কাছে ।

তুমি থেকো জোনাকি হয়ে আলো ধরে ,

ইঙ্গিতে ভুলিয়ে দিতে দুঃখের গল্পগুলো হাসিমুখে ,

ঝরে পড়বে তখন তারাদের অনুকম্পা 

চারদিকে তোমার অশ্রু-ডানা ভর করে ।

No comments: