অনুকম্পা - অসীম কুমার সমাদ্দার || Onukompa - Ashim Kumar Samadar || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 অনুকম্পা 

অসীম কুমার সমাদ্দার


উড়ে যাব একদিন প্রমিথিউসের নাম করে 

কোন চৈতালি রাতে , তোমার জানালার কাছে ।

তুমি থেকো জোনাকি হয়ে আলো ধরে ,

ইঙ্গিতে ভুলিয়ে দিতে দুঃখের গল্পগুলো হাসিমুখে ,

ঝরে পড়বে তখন তারাদের অনুকম্পা 

চারদিকে তোমার অশ্রু-ডানা ভর করে ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024