বৃষ্টি - সায়ন তরফদার || Brishti - Sayan Tarafdar || Bengali Poem || Poetry || বাংলা কবিতা
বৃষ্টি
সায়ন তরফদার
বৃষ্টি এসে ভিজিয়ে দিল আমায়
আজ তবে দেখা না হওয়াই থাক
বৃষ্টিতে তোর আজও অনেক ভয়
মুহূর্তগুলো বদলে গেলে, যাক...
প্রতিদ্বন্দ্বিতা থাকুক যেমন ছিল
আদর্শগত অমিলও কিছুটা থাক
মুখে মুখে বলা মানুষের কবিতায়
সব প্রেম শুধু অধিকার খুঁজে পাক
মানুষের অধিকারে কী লাভ?
যদি না তারা বাঁচার শিক্ষা পায়
ভালোবাসাটা অপূর্ণই থেকে গেলে
রাজনীতিটাও বেরঙীন হয়ে যায়
বৃষ্টি এসে ভিজিয়ে দিক আবার
যেভাবে ঠিক ভিজিয়ে দিত আগে
এক জীবনে কাউকে না পেলে
বৃষ্টির মতো আরেকটা জীবন লাগে
Comments