প্রেমে আছি, যুদ্ধেও আছি
নাসির ওয়াদেন
কতটা রাত কাটলে তবে একটা ভোর আসে
ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি
ঘুম নয় মৃত্যুই আচ্ছন্ন করে রাখে
এসবই মনের কল্পনা বা আলো-আঁধারী
জীবনকে জয় করতে গিয়ে পুঁথি খুঁজছি
কোনো সরলসূত্র থাকলে জানাবেন বৈকি
প্রেম শুধু ভালবাসা নয় আবর্জনা নিষ্কাশন
আবর্জনা আর স্তূপ মেখে জড়িয়ে থাকা
খাবারের স্বাদ পেতে লড়াই চলছে সমানে
লড়াইয়ে হারজিত থাকবে কি থাকবে না
সেই বিচারের দায় যাদের তারা জেগে ঘুমায়
আমার কাজ ক'জন সৈন্য মারা গেল দেখা
মৃত্যুর আগে প্রেম সলিলে ঝাঁপ দেয় রাধা
আমার পড়শি খোনার বউ বড্ড খুনসুটে
শাশুড়ির সাথে নিত্য যুদ্ধ জানালায় আঁটা
সাদা-চোখে দেখি কেউ কম নয়,ঝগড়ুটে
No comments:
Post a Comment