ঘর - সুশান্ত সেন || Ghor - Susanta Sen || Bengali Poem || Poetry || Kobita || কবিতা
ঘর
সুশান্ত সেন
কোনোদিন কি ঘরের বাইরে যেতে পারবো !
পারবো নিতে হাসনুহানার স্বাদ
কোনোদিন কি দক্ষিণ দুয়ার খুলে
সমুদ্র দাড়াবে চৌকাঠে !
কোনোদিন কি মন খুলে বলে উঠতে পারবো
যা বিশ্বাস করি।
কোনোদিন কি পতাকা উড়িয়ে বলতে পারবো
আমি তোমাদের ভালবাসি, আমি তোমাদের লোক, আমি তোমাদের ভালো চেয়েছিলাম।
কোনোদিন কি আমি হাতের শিঙ্খল খুলে, ফেলে দিতে পারব আস্তাকুড়ে।
কোনোদিনও কি আমি খোলস ছেড়ে , মুখোশ ফেলে রেখে নেমে এসে দাঁড়াতে পারব গাছতলায় !!!
Comments