কোথাও ডাকে না কেউ ,পাখি ডাকে - সোহরাব পাশা || Kothaou Dake na keu, pakhi Dake - Shorab pasa || Bengali Poem || Poetry || বাংলা কবিতা||
কোথাও ডাকে না কেউ ,পাখি ডাকে
সোহরাব পাশা
মেঘের পাতায় ঢাকা স্মৃতির ভ্রমণ
আকাঙ্ক্ষার কারুকাজ
উন্মাদ দুপুরে বিশ্বাসের ছায়া বৃক্ষে ভাঁজ করা
নৈঃশব্দ্যের বিরহ যাপন ,
দীর্ঘ উপেক্ষার অন্ধ নদী
জল নেই ধূলিক্ষেতে হাওয়ার সিম্ফনি;
বিভ্রান্ত মানুষ শুধু ছোটে দূরের স্টেশনে যায়
ফিরে আসে স্বপ্নঘড়ির নিশ্চুপ শব্দে
কোথাও ডাকে না কেউ অমিয় সন্ধ্যায়
মুখোমুখি একা
নিবিড় ভাষায় রাত্রির আড়ালে যেতে;
তোমাকে আবৃত্তি করে বিঁধেছে বেভুল অন্ধ চোখে
তীব্র বিষাদের -নিঃস্বতার নীল কাঁটা
কোথাও ডাকে না কেউ ,দূরে পাখি ডাকে ;
তবুও যেতে হয়
যদি তুমি ফিরে যাও বিষণ্ণ একাকী ।
Comments