শেষ দৃশ্যে - পীযূষ কান্তি সরকার || Ses Drishe - Pijus kanti Sarkar || Bengali Poem || Poetry || বাংলা কবিতা
শেষ দৃশ্যে
পীযূষ কান্তি সরকার
জঠরের জ্বালা, হৃদয়ের জ্বালা --
সকল জ্বালার শেষ করে
দেহটা চিতার আগুনে জ্বলে যায়।
হাজার হাজার মুক্তো যেন
মাটিতে ঝরে পড়ে
পলকে হারিয়ে যায়।
শোকস্তব্ধ শ্মশান ঘাটে রয়ে যায়
শুধু ফুল, ফুলের মালা আর নীরবতা
আর
ধূপ-চন্দন-কস্তুরির সৌরভ।
সেই শেষদৃশ্যে চলে তখন
হিসেবনিকেশ --
শিল্পী আর তাঁর শিল্পের
বিজ্ঞানী আর তাঁর আবিষ্কারের
কবি আর তাঁর কবিতার
... ... ... ...
স্রষ্টা আর তাঁর সৃষ্টির।
Comments