Wednesday, May 31, 2023

ফুঁক্যে দিব্য বাঁশি - চিরঞ্জিত ভাণ্ডারী || Fukhhe dibba banshi - Chiranjit bhandari || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 ফুঁক্যে দিব্য বাঁশি

   চিরঞ্জিত ভাণ্ডারী 


তাড়ির লেশায় মাত্যে ফাগুন মাসের রাত্যে

ফুঁক্যে দিব্য বাঁশের বাঁশি তুর নামটা ধরে

জল আইনবার লছনাতে মাটির কলসি লিয়ে হাতে

আসবি ছুটে রাধার মতো ঐ লীল শাড়িটা পরে।

মাতাল করা সুরে তুই থাকত্যে লারবি ঘরে

পরত্যে যাইঞে কাজল ভুল্যে পরে ফেলবি ঠোঁটে

তুর আসার পথ ভাল্যে মহুল ফুল রাখব্য তুল্যে

সারা রাতটা কাটায় দিব পড়্যে পেম সুহাগের মাঠে।

জল আয়নায় দ্যাখবি মুখ বুকের ভিতর পরম সুখ

সারারাতটা থাকব্য ডুবে পেমের মালা গাঁথ্যে

কমরে দিব্য ঝিঙা ফুল বাঁধ্যে দিব মাথার চুল

বুকের উপর মহুল মালা রইবেক লেশায় মাত্যে।

তুর ঐ নাভি পদ্মে পড়বেক শিশির ছিটকে 

পায়ে দিব্য পরায়েঁ কলমি লতার লুপুর 

হাতে দিব্য ফুলের তড়া দ্যাখত্যে লাগবি লজর কাড়া

যেন আষাঢ় মাসের জল কুমুদের পুকুর।

চড়চড়াঞ্যে বাড়বেক রাত রাখব্য হাতে হাত

ডাগর খোঁপায় জোনাক ধরে দিব্য আনে গুঁজে

সুহাগ ভরে আসব্য কাছে যেমন ময়ূর লাচে

বুকের উপর মাথা রাখ্যে মরবি বেদম লাজে।

তুর আমার পিরিত কথা হিয়ার মাঝে কাব্যগাঁথা 

দ্যাখবেক বনলতা পাকপাখুড়ি দুচোখটা ভরে 

তাড়ির লেশায় মাত্যে ফাগুন মাসের রাত্যে

ফুঁক্যে দিব্য বাঁশের বাঁশি তুর নামটা ধরে ওগো তুর নামটা ধরে।

No comments: