চ্যাপলিন - সমাজ বসু || Chaplin - Somaj bosu || অনুগল্প || Onugolpo
চ্যাপলিন
সমাজ বসু
অফিস সেরে বন্ধুর বাড়ি পৌঁছতে বেশ রাত হলো। বন্ধুর ছেলের জন্মদিন। অনুষ্ঠান বাড়ির বাইরে পার্টি ক্লাউন,চ্যাপলিন তখন একা দাঁড়িয়ে। শীতের রাত। ছোটরা সবাই চলে গেছে।
অফিসের পরিশ্রমের পর খাওয়ার ইচ্ছে এতটুকু ছিল না। তবু অনেক আপত্তিসত্ত্বেও, বন্ধুর অনুরোধে খাবারের পার্সেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। একেবারে ফাঁকা বড় রাস্তায় তখনো দু একটা দোকান খোলা। হঠাৎ একটা দোকানে চোখ পড়ল। দোকানের স্বল্প আলোয় দেখি, সেই চ্যাপলিনবেশী ছেলেটা বিস্কুট কিনে খাচ্ছে। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। তারপর ছ ঘন্টা ঠায় দাঁড়িয়ে ছোটদের আনন্দ দিয়ে গেছে। অনুষ্ঠান বাড়ীতে এত কিছু খাবারের আয়োজনে হয়তো চা ছাড়া আর কিছুই জোটেনি।
--- আরে,আমি তো তোমাকেই খুঁজছি। তোমার জন্য খাবারের এই পার্সেলটা ওরা পাঠিয়েছে। নাও ধরো।
--- সত্যি ওরা আমার জন্য খাবার পাঠিয়েছে?
--- অত প্রশ্ন কোর না। অনেক রাত হয়েছে, সোজা বাড়ি চলে যাও।
Comments