Posts

বনদপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে || পশ্চিমবঙ্গে বনদপ্তেরে নতুন নিয়োগ || IFS Recruitment 2022 || WB Forest guard Recruitment 2022

Image
  ** বনদপ্তরে কর্মী নিয়োগ** ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে বনদপ্তর এ কর্মী নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে চাকরি এটি। যে কোন ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন। শর্তসাপেক্ষে নেপাল ও ভুটানের বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে মোট শূন্যপদ--১৫১ টি। এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা (SC/ST/OBC) সরকারি নিয়ম অনুসারে বয়স সীমায় ছাড় পাবেন। নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে যেকোনো একটি বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার ,ফরেস্ট্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে। বিষয় গুলি হল--botany, physics, mathematics, chemistry, geology , zoology, statistics, animal husbandry and veterinary science অফিসিয়াল ওয়েবসাইট লিংক-- https://upsconline.nic.in/mainmenu2.php অনলাইনে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। ইউনিয়ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের প্রথমেই অনলাইনে রেজিস্ট্রেশন

ছানার নিমকি রেসিপি || ছানার নিমকি কীভাবে বানাবেন || Chanar Nimki Recipe || Chanar Nimki Recipe made by Saptatirtha Mondal || cooking || রান্নার রেসিপি || Bengali cooking Recipes

Image
  বিভাগ- রান্না টাও শিল্প **ছানার নিমকি রেসিপি উপকরণ : 1 লিটার দুধ চিনি, ময়দা, নুন এবং সুজি, আর সাদা তেল.     রান্নার প্রণালী : 1 লিটার মতন দুধ নিয়ে তাতে প্রথমে লেবু অথবা ছানা কাটা পাওডার দিয়ে দুধ ছানা কেটে নিতে হবে।  ছানা কাটা হয়ে গেলে খুব ভাল করে জল ঝরিয়ে নিতে হবে এবং  হাতে করে চেপে কিছুটা শুকনো করে নিতে হবে।  এরপর একটি পাত্রে  হাফ কাপ পরিমাণ সুজি এবং এক কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক চামচ চিনি ও কিছু পরিমাণ নুন   মিশিয়ে নিতে হবে।  শুকনো উপকরণ গুলি ভালো করে মেশান হয়ে গেলে তারপর জল ঝড়িয়ে রাখা ছানাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে।  পরবর্তী ধাপে আমরা কড়াইয়ে তেল গরম করতে দেব এবং  তেল গরম হয়ে গেলে সেই তেলের কিছু পরিমাণ তুলে নিয়ে ভালো করে ময়ান দিতে হবে।  এরপর বেলুন চাকতির সাহায্যে পরোটার মতো করে বেলে একটি ছুঁড়ি দিয়ে নিমকি আকারে কেটে নিতে হবে।   নিমকি আকারে কাটা হয়ে গেলে ছোট ছোট  টুকরোগুলি আমরা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ধীরে-ধীরে  ভাজবো।   ভাজা হয়ে গেলে লালচে রঙ বা বাদামি বর্ণ ধারণ করলে সেটি একটি পাত্রে আমরা তুলে নেব।  আমাদের বিকেলের জল খাবার

স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ || Teacher Recruitment 2022 || Ssc recruitment 2022 || রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ

Image
   ##স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ যে কোন ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলায় চাকরি প্রার্থীরা ক্লার্ক ,গ্রুপ-ডি সহ বিভিন্ন ননটিচি়ং ও শিক্ষক পদে আবেদন করতে পারবেন।  টিজিটি শিক্ষক পদে ইংরেজি ,গনিত, হিন্দি, সংস্কৃত কম্পিউটার প্রভৃত্তি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে 50 শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে। তার সাথে প্রার্থীকে সি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পিআরটি (প্রাইমারি) শূন্যপদ একটি। এই পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই 50 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েট পাস হতে হবে আর তার সাথে দু'বছরের ডি. এল.ইডি  ট্রেনিং থাকতে হবে। ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীদের গ্রাজুয়েট পাস হতে হবে। এবং কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। ক্লার্ক পদে শূন্য পদ হল একটি। ##জলপাইগুড়ি জেলার আর্মি পাবলিক স্কুলে শিক্ষকও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। কাউন্সিলর পদের জন্য প্রার্থীকে অবশ্যই সাইকোলজি বিষয় নিয়ে গ্রাজুয়েট পাস হতে হবে। তার সাথে কাউন্সেলিং বিষয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এছাড়াও ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে

Photography || Nilanjan de

Image
 

Photography || Sohini Shabnam

Image
 

রম্যরচনা || একান্নবর্তী নাকি অনু পরিবার || সত্যেন্দ্রনাথ পাইন

  একান্নবর্তী নাকি অনু পরিবার           পরিবার যদি যৌথ হয় অনেক কিছুই সহজলভ্য হয়। তাতে হয়তো কাউকে সামান্য আত্মকেন্দ্রিকতাকে বিসর্জন দিতে হয় কিন্তু লাভ হয় মানসিকতার এবং অনেক যৌথ প্রকল্পের।     অনু পরিবারে যেটা কখনোই সম্ভব নয়। ফলে অনু পরিবারের মানুষদের সন্তানেরা বেশি মাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে সহজেই-- অন্যজনের তাতে কতটা ক্ষতি হলো তাদের কিছু যায় আসে না।  ভীষণভাবে স্বার্থপর জীবন যাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। বাবা মা জীবিত থাকলে তাদেরকে বোঝা মনে করে সবকিছুই ব্যাঙ্কের দোরগোড়ায় জমা দিয়ে বাবা মাকে ঠকিয়ে কাজ হাসিল করতে চায়। কতটা সম্পত্তি তার হিসাব করে নিজের দখলে আনতে বাবা মাকে নির্বিচারে মানসিক চাপ দিতে ব্যস্ত হয়।। এরা অবশ্যই বেশিরভাগই "শিক্ষিত সম্প্রদায়ের। যার জন্যে বাবা মা অনেক জটিল পরিস্থিতিতেও তাকে শিক্ষিত করলো তার হিসেব না রেখে বাবা মাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত ঠেলে দিতেও কুণ্ঠা করেনা বরং আনন্দই পায়। এরা বর্তমানে সামাজিক স্বীকৃতি পেয়ে বড় লিডার ( নেতা) সেজে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়। বাবা বা মা কী খেল এবং আদৌ খেল কিনা তাদের খবর নেব

রম্যরচনা || সংকল্প এবং আমরা || সামসুজ জামান

  সংকল্প এবং আমরা                               সেই ছোট্ট বেলায় স্কুলের প্রার্থনার সময় থেকে আমরা সংকল্প করার নামে এর এত অপব্যবহার করি যে শেষ পর্যন্ত সংকল্পের মাধুর্যতাই আর আমাদের আকৃষ্ট করেনা । শব্দটা এলোমেলো ব্যবহারে ক্লিষ্ট হয়ে বোধহয় তার ব্যঞ্জনাটুকুও হারিয়ে ফেলে। অথচ তা হওয়ার কথা নয়। মণিমাণিক্যের থেকেও দামী এই শব্দবন্ধ আমাদের শ্বাস-প্রশ্বাসের মতই অপরিহার্য হয়ে থাকার কথা।  স্বামী বিবেকানন্দ এই সংকল্পের কথাটাই আমাদের মনে করিয়ে দিয়েছেন তাঁর বাণীর মাধ্যমে - "Arise! Awake! and stop not until the goal is reached ". স্বপ্নের বাস্তবতা প্রাপ্তি না হওয়া পর্যন্ত কোনক্রমেই না থামার এই ইঙ্গিত সংকল্পের আদর্শ পন্থা। মহাত্মা গান্ধী বলেছিলেন, না শুধু বলেননি, একেবারে জীবন দিয়ে করে দেখিয়েছিলেন যে “ আমাদের প্রত্যেকটি ছোট ছোট কাজের জন্যেও সংকল্প থাকা উচিত”। এই সংকল্প কি তিনি অন্য নামে বলেছেন-"করেঙ্গে ইয়া মরেঙ্গে"। ভারতবর্ষের নারী শক্তির প্রকৃত ধারাবাহিক প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী একেই অন্য ভাষায় বলেছেন -"কঠোর পরিশ্রমের কোন বিকল্প নাই"। "কথা কম