SSC -র মাধ্যমে কয়েক হাজার group- c কর্মী নিয়োগ || Staff Selection Commission Combined Graduate Level Examination 2022 || ssc CGL recruitment 2022
SSC -র মাধ্যমে কয়েক হাজার group- c কর্মী নিয়োগ সমগ্র দেশজুড়ে চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর। প্রতিবছরের মতো এবছরও ssc তথা কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কয়েক হাজার group-c ও group-b পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া হবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। কি কি পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত হতে হবে, কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই পোস্ট এর মাধ্যমে। Staff Selection Commission Combined Graduate Level Examination 2022. যেসব পদে নিয়োগ করা হবে- অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সুপারিনটেনডেন্ট, ডিভিশনাল একাউন্টেন্ট, জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার, অডিটর, একাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। শূন্যপদের সংখ্...