Sunday, December 19, 2021

কবিতা || পাপ || আবদুস সালাম

 পাপ




বিশ্বাস ছড়িয়ে পড়ছে শূন্যতায়


ঢেউ বইছে জলহীন উপত্যকায়

বাতাসের নৌকা কুয়াশায় মুখ ঢাকে


আবেগ মেখে পর্বত ঘুমিয়ে যায়

পাহাড়ের গায়ে নিলাম হয় অক্সিজেন

টুপটাপ করে গড়িয়ে পড়ে জল

পায়ে পায়ে ঠিক চলে যাবো দন্ডকারণ্যে


বিষন্ন বিশ্বাস আত্মমগ্ন হয়

অভিমানী জীবন খুঁজতে থাকে জীবনের চিহ্ন

পাথর দিয়ে সেলাই করি জীবন

রক্ত বিশ্বাস নিয়ে হামাগুড়ি দেয় নীল ভবিষ্যত


ধ্বনিহীন প্রতিধ্বনিরা ছুটে চলেছে ঐক্য ভাঙার গ্রামে

গন্তব্যহীন মেঘেরাও ভয় পাই পাপি পাড়ায় যেতে

আমরা উৎফুল্ল হই

No comments: