কল্যানী AIIMS এ গ্রুপ- c পদে নিয়োগ || Kalyani AIIMS Recruitment 2022 group-c post


 


##রাজ্যের চাকরির নতুন নিয়োগ। পশ্চিমবঙ্গের নদীয়া

জেলার কল্যানীতে AIIMS এ বিভিন্ন গ্রুপ-সি কর্মী 

নিয়োগ করা হবে। বেসিল (BECIL) সংস্থা এই নিয়োগের 

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । অনলাইনে 

আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এই নিয়োগ 

বিষয়ক সমস্ত তথ্য নীচে দেওয়া হল।


নোটিশ ফাইল নম্বরঃ  BECIL/HR/AIIMS-Kalyani/Advt.2021/97



যেসমস্ত পদে নিয়োগ হবেঃ

(1) স্টোর কিপার কাম ক্লার্ক (Store Keeper Cum Clerk)।

(2)ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator-DEO)।   

(3) ফার্মাসিস্ট (Pharmacist)।


(4) ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)।

(5) মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান (Medical Record Technician)।

(6) গ্যাস স্টিওয়ার্ড (Gas Steward)।

(7) লাইব্রেরিয়ান গ্রেড-III (Librarian Grade-III)



শিক্ষাগত যোগ্যতা, শুন্যপদ, বেতনঃ


(1) পদের নাম- স্টোর কিপার কাম ক্লার্ক


বেতন- প্রতি মাসে 23,100 টাকা 


বয়সসীমা-  ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে

গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং এক বছরের

হ্যান্ডলিং কাজের অভিজ্ঞতা। 

শুন্যপদ- 3 টি 




(2) পদের নাম- ফার্মাসিস্ট

বেতন- প্রতি মাসে 26,100 টাকা

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 


 
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান

থেকে ফার্মেসিতে ডিপ্লোমা করা থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি


(3) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর

বেতন- প্রতি মাসে 24,800 টাকা 

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং

কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করতে 

পারতে হবে। 

শুন্যপদ- 36 টি


(4) পদের নাম- গ্যাস স্টিওয়ার্ড

বেতন- প্রতি মাসে 26,100 টাকা

বয়সসীমা- ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান এর বিষয় নিয়ে

উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে ২০০ বেডের

হাসপাতালে গ্যাস পাইপ লাইন সিস্টেমে সাত বছরের 

কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি



(5) পদের নাম- মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান

বেতন- প্রতি মাসে 24,800 টাকা

বয়সসীমা-  ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে নিয়ে উচ্চমাধ্যমিক 

পাশ হতে হবে। মেডিক্যাল রেকর্ডস এর সার্টিফিকেট 

থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি



(6) পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান

বেতন- প্রতি মাসে 26,100 টাকা

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে
 
বিজ্ঞানের বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে অথবা 

বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, 

স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি 

টেকনিক্স এর ডিপ্লোমা করা থাকতে হবে। সেইসাথে 

মেডিক্যাল ল্যাবরেটরির এক বছরের কাজের 

অভিজ্ঞতা।

শুন্যপদ- 33 টি



(7) পদের নাম- লাইব্রেরিয়ান গ্রেড-III

বেতন- প্রতি মাসে 43,900 টাকা

বয়সসীমা- ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে B.Sc. ডিগ্রি করা থাকতে হবে। লাইব্রেরি সায়েন্স বিষয়ে 

ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। 

শুন্যপদ- 3 টি


 
মোট শুন্যপদঃ ৮০ টি 



আবেদন প্রক্রিয়াঃ-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বেসিল (BECIL) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (www.becil.com) থেকে। 



আবেদন ফিঃ-

>General- Rs.750/- 
>OBC- Rs.750/-
>SC/ST- Rs.450/-
>Ex-Serviceman- Rs.750/-
>Women- Rs.750/-
>EWS/PH- Rs.450/-



আবেদনের তারিখঃ-

আবেদন শুরু--   09.12.2021
আবেদন শেষ তারিখ-- 18.12.2021


____________________________________________





সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ