Sunday, December 12, 2021

কবিতা || হাইফেন জীবন || নবকুমার

 হাইফেন জীবন


 


জন্ম-মৃত্যুর মাঝে একটি হাইফেন । 

এই হাইফেনটিই হলো জীবন নড়াচড়া 

এতো ছোট্ট জীবন -আশ্চর্য !


সাইকেলে কোন দূরত্ব মিটার থাকে না 

শুধুই প্যাডেল ঘুরিয়ে যাই-

টপকাই সিঁড়ির পর সিঁড়ি --

আর কতোটা সিঁড়ি আছে জানি না ।


তবুও রক্তে শ্বাপদকে জাগাই

দাঁত-নখ-চেরা জিভ বা'র করে 

খণ্ড খণ্ড করে মানুষের দেহ

মেতে উঠি বীভত্স চিৎকারে -- ।


তারপরও ভাঙতে চাই অন্ত:পুরের দেয়াল

একদিনও যে বলা হয়নি--ভালোবাসি

সে কথার থাকে না খেয়াল।

No comments: