RRb NTPC Gk || RRb group d Gk || Wbp si Gk || Wbp Constable gk || General Knowledge || Special Gk & current affairs Part - 1




সম্পূর্ণ পিডিএফ পেতে নীচের দিকে রান এবং লিঙ্কে ক্লিক করুন 👇


  1. হরপ্পা অধিবাসীদের সঙ্গে কোন দেশের বাণিজ্য চলত ?

উঃ- সুমের ।


 2. নিচের কে আকবরের রাজসভায় নবরত্ন ছিলেন না ? 

উত্তর :- আমির খসরু ।


 3. বেনারসের কেন্দ্রীয় হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?

 উঃ:- অ্যানি বেসান্ত ।


4. কোন্ নদীর ওপর ' হিরাকুদ ' বাঁধ অবস্থিত ?

উঃ:- মহানদী।


 5. নিচের শস্যগুলির মধ্যে কোন্‌টি খারিফ শস্য ?         

উঃ:- ধান।


 6. স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কত সালে শুরু হয় ?

উঃ:- ১৯৯৯ সালে।


7. ' অপরারেশন বর্গা ’ ভারতের কোন্ রাজ্যে প্রথম চালু হয় ?

 উঃ:- পশ্চিমবঙ্গ ।


 8. কোথায় ভারতের প্রথম মহিলা ব্যাঙ্ক খোলে ?

উঃ:- মুম্বাই ।


9. ঘুমের সময় মানুষের রক্তচাপ কী অবস্থায় থাকে ? 

উঃ:-  ওঠা-নামা করে।


10. কোণ ভিটামিনের রাসায়নিক টোকোফেরল’–

উঃ-  E ভিটামিন


 11. ‘ মিনা ’ ভারতের কোন রাজ্যের উপজাতি ? 

উঃ:- রাজস্থান ।


 12. নোবেল পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ? 

উঃ:- বচপন বাঁচাও বা শিশু শ্রম।


13. নিচের কোনটি একটি ‘ পলিমার '

উঃ:- ভিনাহল ক্লোরাইড (PVC)।


14. লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত ?

উঃ- আরব সাগর ।


 15. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? 

উঃ- ভিটামিন- A ।


  16. ভারতীয় সৈন্যবাহিনীর সদর দপ্তর কোথায় ? 

উঃ- নিউ দিল্লি ।


17. স্বাধীনোত্তর দেশে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে হন?

উঃ-  ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ ।


18. সারা বিশ্বে ‘ কবিতা ’ দিবস কবে পালিত হয় ? 

উঃ- 21 শে মার্চ ।


19. টক দই - য়ে কোন্ অ্যাসিড থাকে ?

উঃ- ল্যাকটিক অ্যাসিড ।


20. কাজরি কোন দেশের শিল্পকলা ?

উঃ- উত্তরপ্রদেশ।


21. 'আন্নাকালী পাকড়াশী' কোন মহান ব্যক্তির ছদ্মনাম ?

উঃ-  রবীন্দ্রনাথ ঠাকুর।


22. ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম কী?

উঃ:-  লুনি।


23. সার্বিক দাতা কোন শ্রেণীর রক্ত ?

উঃ:- O


24. বৌদ্ধ ধর্মগ্রন্থ 'ত্রিপিটক' কি ভাষায় রচিত ?

উঃ:-  পালি ভাষায় ।


25. ' অমৃতবাজার ’ পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ? 

উঃ-  শিশির কুমার ঘোষ ।


26. কোথায় বুদ্ধদেব তাঁর প্রথম ধর্ম প্রচার করেন ? 

উঃ:-  সারনাথ ।


 27. ঔরঙ্গজেব কোন্ শিখ গুরুকে হত্যা করেছিলেন ?

উঃ:- গুরু তেগ বাহাদুর ।


 28. ১৮৫৭ সালে নানা সাহেব কোন স্থান থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন ?

উঃ:- কানপুর ।


 29. ভারতের কোন অভয়ারাণ্যে সবচেয়ে বেশি হাতি পাওয়া যায়—

উঃ:- কাজিরাঙ্গা।


30. মৌর্যযুগে বংশানুক্রমিক সৈনিকদের কী বলা হত ? 

উঃ:-মৌল ।


31. সন্ধ্যাকর নন্দী কার রাজসভার সভাকবি ছিলেন ?

উঃ- পাল।


 32. পশ্চিমবঙ্গের প্রথমে কাগজকল কোথায় তৈরী হয় ?

উঃ:- শ্রীরামপুর।


 33. “ বানিহাল পাস ” কোথায় অবস্থিত ? 

উঃ:- কাশ্মীর হিমালয় ।


 34. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

 উঃ:- ধর্মপাল।


35. পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন ? 

উঃ:- জোনায় সাঁক  ।


36. ২০১৪ শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয় ? 

উঃ:- সোচি ‌।


  37. ‘ বাটাভিয়ার ’ বর্তমান নাম কী ? 

উঃ:-জার্কাতা ।


 38 . পঙ্কজ আদবানি কোন্ খেলার সঙ্গে যুক্ত ? 

উঃ:- বিলিয়ার্ড ।


39. বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

 উঃ:- ক্রিকেট ।


 40. ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানার ক'টি জেলা আছে ? 

উঃ:-৩১টি ‌‌(2021)


41. ভারতীয় সংবিধানে কবে থেকে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয় ?

উঃ:-  ২০০২ সালে।


42. এ বছর ন্যাশনাল গেমসে ৮০০ মিটারের মেয়েদের দৌড়ে কে ১৮ বছরের পুরানো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ? 

উঃ:- টিন্টু লুক্কা।


 43. সম্প্রতি ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয় ? 

উঃ- (১)২০২০সালে গোয়াই

       (২) ২০২১ সালে ছত্রিশগড়ে

       (৩) ২০২২ সালে উত্তরাখণ্ড

       (৪)২০২৩ সালে মেঘালয়


44. বার্লিন চলচ্চিত্র উৎসব ২ টি বিভাগে পুরস্কৃত হয়েছে কোন ভারতীয় ছবি ?

উঃ:- Dhanak 


45. ২০১৬ - এর টি -20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কোন্‌টি ?

উঃ:- ভারতে ।



 Current affairs (2021-2022)

____________________________________________

1) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? 

উঃ- ৩ রা ডিসেম্বর।


2) বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় ৫ ই ডিসেম্বর ; 2021 সালে থিম কি ছিল

উঃ- ' Halt soil salinization , boost soil productivity ' 


3) বিশ্ব এডস দিবস পালন করা হয় ১ লা ডিসেম্বর ; 2021 সালে থিম কি ছিল?

উঃ-“ End inequalities. End AIDS "


4) ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয়?

উঃ- ৪ ঠা ডিসেম্বর ।


5) মানবাধিকার দিবস পালন করা হয় ১০ ই ডিসেম্বর ; 2021সালে থিম কি ছিল?

উঃ- " Equality, Reducing inequalities, advancing human rights." 


6) UNICEF Day পালন করা হয় ১১ ই ডিসেম্বর ; 2021সালে থিম কি ছিল?

উঃ- “ to help children to recover from interruption and learning losses experienced through the pandemic in the last two years ".


7) ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালন করা হয়? 

উঃ- ২ রা ডিসেম্বর।


8) International Civil Aviation Day পালন করা হয় ৭ ই ডিসেম্বর ; 2021সালে থিম কি ছিল?

উঃ- “ Advancing Innovation for Global Aviation Development . " 


9) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় ৯ ই ডিসেম্বর ; 2021সালে থিম কি ছিল?

উঃ- “ Your right , your role : say no to corruption".


10) ভারত ও বাংলাদেশে মৈত্রী দিবস কবে পালন করা হয়?

উঃ- ৬ ই ডিসেম্বর।





Pdf download করতে নীচের লিঙ্কে ক্লিক করুন 👇

https://drive.google.com/file/d/1rVfEt7wPz-XCdvzyvC7MxXip-uk7ebPn/view?usp=drivesdk



__________________________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন


Telegram group-


https://t.me/Jobnewsgovtandpraivate


Whatsapp group-



https://chat.whatsapp.com/FOyQc45Ny1A7acqIc9mKdl

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ