Sunday, December 12, 2021

কবিতা || দুটি দেশ || তৈমুর খান

 দুটি দেশ



 গ্রিক দেশের মাটিতে অনেক বীর জন্মাত

 আমরা বাংলাদেশের মাটিতে

 ধানগাছ হয়ে জন্মালাম।

 গ্রিকরা পৃথিবী কাঁপাত

 আমরা কাঁদতে থাকলাম।

 গ্রিকরা নাটক লিখত

 আমরা চর্যাপদ….


 আলেকজান্ডার তবু খুশি হয়েছিল!

No comments: