Sunday, December 19, 2021

কবিতা || দহন || মহীতোষ গায়েন

 দহন



দখিনা দুয়ারে আমি 

অম্লান যাযাবর এক,

মনের নক্ষত্র ঝরার পর 

সবুজ ঘাসের মাঝে অথবা 

জীবন সমুদ্রের মাঝে 

আমাকে খুঁজে নিও,

মেপে নিও হৃদয়ের ঢেউ 

বন্ধু বা শত্রু কেউ...।


সময় হারিয়ে গেলে

মরে যায় ভালোবাসা প্রেম,

চেনা সব পাখিরা অচেনা গান ধরে...

রাত্রি গাঢ় হলে আবারো ডুবে মরি

গভীর স্মৃতির দহন হ্রদে।

No comments: