Sunday, December 12, 2021

কবিতা || স্বপ্নরা ছুঁয়ে যায় জীবনের রঙ || মৌসুমী চন্দ্র

 স্বপ্নরা ছুঁয়ে যায় জীবনের রঙ



ওই তো দূরে, ওই দেখা যায়

রঙবাহারি ফুলের বাহার।

কুমোরটুলির দেবীর মত কে যায়

কি অপরূপ রূপ তাহার!


আমার স্বপ্নরা উড়ে উড়ে খেলে

রঙে রঙে জীবনকে রাঙায়।

ফুলেরা পাপড়ি মেলে ডাকে

মনেতে কি আবেশ মাখায়....


সব রঙ ঢেলে ঢেলে কে যায়

কি বাহার তার, কে যায়?

তুমি কি রূপকথা এক স্বপ্নের?

জীবন ছন্দ ফিরে ফিরে পায়।


এ কি! এ কি স্বপ্ন স্বপ্ন আমার?

কি মধুর পরশ তোমার!

জীবনের পাতা রঙে রঙে ভরে

কি অপরূপ তার বাহার!

No comments: