Tuesday, December 14, 2021

রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ || কয়েক হাজার নতুন আশা কর্মী নিয়োগ || asha karmi recruitment 2022




##রাজ্যের মহিলাদের জন্য একটা বড় সুখবর রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ হতে চলেছে প্রায় 13 হাজার, মুখ্যমন্ত্রীর নিজে ঘোষণা করেছেন বর্তমানে দুটি ব্লকে আশা কর্মী নিয়োগ হতে চলেছে যার বিবরণ নিচে দেয়া হল।


মোট শূন্যপদ--- ১২ টি।



শিক্ষাগত যোগ্যতা--- মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ

 ব্যক্তি আবেদন করতে পারেন। আবার উচ্চতর যোগ্যতার

 ব্যক্তিরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিকের

 প্রাপ্ত নম্বর দেখে বিবেচনা করা হবে। 


বয়স--- বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে

 সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।

 01/01/ 2021 তারিখ হিসেবে বয়স গুনতে হবে।


আবেদন পদ্ধতি--- অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ

 করে সঙ্গে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে BDO অফিসে

 জমা করতে হবে আবার ডাকযোগে পাঠাতে পারেন।


কি কি ডকুমেন্ট লাগবে---


1) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।


2) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রেশন কার্ড ভোটার কার্ড।


3) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড)।


4) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেট সার্টিফিকেট।


5) বিবাহিতদের ম্যারেজ সার্টিফিকেট।


6) ডিভোর্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট।


8) দুটি পাসপোর্ট ছবি।


আবেদনের শেষ তারিখ--- 24/12/2021 বিকেল ৫টা পর্যন্ত।


নিয়োগের স্থান--- পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লক

 (মোট শূন্যপদ ৬টি) ও সুতাহাটা ব্লক (মোট শূন্যপদ ৬টি)

 এলাকায় নিয়োগ হবে । প্রার্থী যে গ্রামে আশা কর্মী পদে

 নিয়োগের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই

 সেখানকার বাসিন্দা হতে হবে।



**এগরা-১ ব্লক এর ফর্ম ডাউনলোড করুন এই লিংক টি ক্লিক করুন-- 

https://drive.google.com/file/d/1vVCsca6SKvIHuOWn_xDtHHZW_q4iEb7O/view?usp=drivesdk



**সুতাহাটা ব্লক এর ফর্ম ডাউনলোড করুন এই লিংক টি ক্লিক করুন- 

https://drive.google.com/file/d/1vZpeBc3kQDiBuuvdGJViqCNj8PnA4CI6/view?usp=drivesdk


No comments: