রাজ্যে বিদ্যুৎ বিভাগে নিয়োগ || Wbsetcl recruitment 2022 || wbsedcl recruitment 2022 || রাজ্য বিদ্যুৎ সংস্থায় ৪১৪ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ || government jobs news 2022


 


*রাজ্য বিদ্যুৎ সংস্থায় ৪১৪ জুনিয়র ইঞ্জিনিয়ার*

*(ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট ছেলেমেয়ের জন্য)*




পশ্চিমবঙ্গ  সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য

 বিদ্যুৎ সম্প্রসারণ কোম্পানি লিমিটেড (WBSETCL)

 'জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) গ্রেড-।।' ও 'জুনিয়র

 এক্সিকিউটিভ (স্টোর্স)' পদে ৪১৪ জন লোক নিচ্ছে।




 কারা কোন পদের জন্য যোগ্য :


জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) গ্রেড-।।: পশ্চিমবঙ্গ

 রাজ্য কারিগরি শিক্ষা সংসদের অনুমোদিত কোনো

 প্রতিষ্ঠান বা কলেজ থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের

 ও বছরের পুরো সময়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে

 আবেদন করতে পারেন।



মূল নাইনে:-- ৩৯,৮০০-১,০৮,৭০০ টাকা। 


শূন্যপদ:--  ৪০০টি (জেনাঃ ১১১, জেলাঃ ই.সি. ৬২,

 জেনাঃ প্রাঃসংকঃ ১৬, জেনাঃ মেধাবী খেলোয়াড় ৮.


 জেনাঃ প্রতিবন্ধী (এল.ভি), জেনাঃ বধির প্রতিবন্ধী 3.

 জেনা প্রতিবন্ধী (আইডি) ৪. ও.বি.সি.-এ ক্যাটারি ২৭,

 ৩.বি.সি. ক্যাটেগরি ই.সি. ১২. ও.বি.সি-বি ক্যাটেগরি ২০,

 ৩.বি.সি-বি মেরি ইসি ৯, তাজা, ইসি ২৮. প্রসবের ৮. বর্ষ

 (এল.ডি.)১৭, ভাউলা ইসি. (৮)। পোস্ট কোড নং: 02



জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর্স) : যে কোনো শাখার

 গ্র্যাজুয়েটরা লজিস্টিক্স, মেটেরিয়াল ম্যানেজমেন্ট,

 লজিস্টিক্স অ্যান্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন

 ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অ্যান্ড

 লজিস্টিক-এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স

 পাশ হলে যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা

 লজিস্টিক্স, মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা, সাপ্লাই চেন

 ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন হিসাবে নিয়ে বিজনেস

 ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ

 হলেও যোগা।


 মূল মাইনে: ৩৭,৪০০-১,০৮,২০০ টাকা ।


 শূন্যপদ : ১৪টি (জেনা: ১. জেনাঃ প্রতিবন্ধী (এল.ভি) ১,

 ও.বি.সি.-এ ক্যাটেগরি ২, ৩.বি.সি এ ক্যাটেগরি ই.সি. ১.

 ও.বি.সি.- বি ক্যাটেগরি ইসি ১, ভজো, তাহাঃ ই.সি. ২.

 ত:উ:জা: ২)। পোস্ট কোড :01.



উপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-১-২০২১

 হিসাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর,

 ও.বি.সি.'রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড়

 পাবেন। শুরুতে ১ বছরের প্রবেশন। এই পদের বিজ্ঞপ্তি

 নং: REC/2021/04.



প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। সফল হলে

 ভাইভা টেস্ট। সব পরীক্ষাই হবে কলকাতায়। ১০০ নম্বরের

 ১০ মিনিটের পরীক্ষায় থাকবে এইসব বিষয় সংশ্লিষ্ট বিষয়

 ৬০ নম্বর, জেনারেল অ্যাপ্টিটিউট ২০ নম্বর, ইংলিশ টেস্ট

 ১৫ নম্বর বাংলা টেস্ট ও নম্বর। নেগেটিভ মার্কিং নেই।

 সফল হলে ২০ নম্বরের ইন্টারভিউ।




দরখাস্ত করবেন অনলাইনে, ৫ জানুয়ারি পর্যন্ত।

 এই ওয়েবসাইটে -- www.wbsetcl.in


অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ই-মেল আই.ডি.

 থাকতে হবে আর ফটো ও সিগনেচার স্ক্যান করে নিয়ে

 যাবেন। ফটো ও সিগনেচার ৫০ কে.বি.র মধ্যে স্থান করে

 নেবেন। তারপর পরীক্ষা ফী বাবদ জুনিয়র ইঞ্জিনিয়ার

 (ইলেক্ট্রিক্যাল) পদের বেলায় ৩০০ টাকার আর জুনিয়র

 এক্সিকিউটিভ পদের বেলার ৪০০ টাকা অনলাইনে

 দেবেন। তপশিল্পী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না।

 অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড

 আপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে দেবেন। আরো বিস্তারিত

 তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।


________________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2021/12/bsk-new-recruitment-2022-wb-govt-jobs.html


____________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2021/12/duare-sarkar-new-requirements.html


__________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন----


https://worldsahityaadda.blogspot.com/2021/12/indian-agricultural-research-institute.html



Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024