মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
দুঃখ
আমার খুব কাছাকাছি এসে তুমি দীর্ঘশ্বাস ফেলো
আমার সারাটা ঘর ভরে যায় আলোয়
আমার সমস্ত দুঃখেরা ঘর জুড়ে জ্বল জ্বল করছে
কত অভিমানে জড়িয়ে ধরে আমায়
রিনিরিনি সুরে বেজে ওঠে
আমার কাছে দুঃখ এসে দাঁড়ায়।
Post a Comment
No comments:
Post a Comment