ছেড়ে দাও
যাকে তুমি জীবনের বিনিময়ে--
দিতে চেয়েছিলে একটা স্বচ্ছ জীবন
ভালোবাসার বেড়া দিয়ে
করেছিলে লালন-পালন...
সে তোমার স্বপ্ন ভেঙে--
তোমার বেড়া করেছে পার
সাহস আর বিশ্বাস নিয়ে--
মেরেছে ছুট
প্রতিযোগিতার দুনিয়ায় !
তাকে আর ধরে লাভ নেই
তাকে ছেড়ে দাও
স্বাভাবিক উদ্ভিদের মত
যদি ফেরে কপালের চাকা
ঠিক সে নিজেকে সামলে নেবে,
দাঁড়াবে নিজের পায়ে,
উঠবে বেড়ে নিজের মত
ছড়াবে নতুন শাখা-প্রশাখা...
No comments:
Post a Comment