Sunday, December 19, 2021

কবিতা || এমন কি কেউ আছো || সুব্রত মিত্র

 এমন কি কেউ আছো?




এমন কি কেউ আছো যে আমার ব্যথাগুলো নিতে চাও?

এমন কি কেউ আছো যে আমার ভুলগুলোকে ফুল করে ফোটাতে চাও?

এমন কি কেউ আছো?

যারা আমার মা বোনের লুট হয়ে যাওয়া সম্ভ্রমকে ফিরিয়ে আনার জন্য এক বুক জলে নেমে এই অশুভ রাজনীতির বিরুদ্ধে মত প্রকাশ করবে?

এমন কি কেউ আছো-----

যে আমার সকল অভ্যাস;সকল কান্না;সকল ব্যথা; সকল ব্যর্থতাকে নিয়েও আমায় সমানভাবে আজও ভালোবেসে যাবে?

এমন কি কেউ আছো----

যে আমার সকল গোপনীয়তাকে জানতে পেরেও আমায় একটি বারও অপমান করবে না?

একটিবারও দুঃখ দেবে না।

আমি সারারাত ধরে জোনাকির সাথে কথা কই,

আমি সারারাত ধরে আকাশের পানে তাকাই,

আমি সারাজীবন ধরে চেনাচেনা পথগুলোকে কেবলই হারাই,

আমি খুঁজে পাবো না জেনেও ধূসর বালুতটে মরচে পড়া স্মৃতির কানায় কানায় ফেলে আসা বাল্য জীবনের মুক্ত কে হাতরাই,

এক ঝাঁক তরুণ ডানা মেলেছিল আমাকে দেখে,

এমন কি কেউ আছো----

যারা বড় ভালোবেসে আমাকে নেবে ডেকে। 

No comments: