Sunday, December 19, 2021

কবিতা || শীতের আলপনা || হরিহর বৈদ্য

 শীতের আলপনা 



হেমন্তের ই মধুর পরশ 

  ছোঁয়ায় এল শীত,

খুশির মেলায় মতলো ভুবন 

     দেখি চারিদিক।

পৌষ মেলা পিঠে পোলার

     আনন্দে মশগুল,

ধান কৃষিতে ভরল গোলা

     ফুটছে নানান ফুল।

নলেন গুড়ের মিষ্টি সুবাস

      ভরিয়ে দিল মন,

চাষির মনে খুশির আমেজ

      আনন্দে প্লাবন।

ম্যাজিক খেলা বইয়ের মেলা

      বসলো গড়ের মাঠে,

বাচ্চা বড় সবাই ছোটে--

     শীতের সুপ্রভাতে।

শীত এলে তাই সবাই খুশি 

     নতুন গরম জামা,

এমন দিনে সবার আপন 

    মোদের সূর্যমামা।

মাতলো সবাই মোয়ার মজায়

    কিংবা খেজুর গুড়ে,

সবুজ মাঠে ঘুমায় শহর 

   শীতের কাঁথা মুড়ে।

No comments: