কবিতা || মেঘলা দিনে || ফরমান সেখ
মেঘলা দিনে
এমন মেঘলা দিনে পড়ে গো প্রিয়ার মনে
ভাসে যে তার আনন খানি।
হেথায় একলা লাগে সঘনে বাঞ্ছা জাগে
ঝরে যে মোর নয়ন পানি।
গগনে নীরদ ডাকে বাজে তা আমার বুকে
কাঁপে যে মোর কোমল মন।
ভূলোকে বৃষ্টি পড়ে মন যে কেমন করে
মন উভরায় সারাক্ষন।
যেন প্রিয়া সৌদামিনী সে নীরদ নন্দিনী
মেঘের কোলে চমকি আলা।
এমনিই প্রিয়া মোর মাড়াইনা মোর ঘর
যেন হৃদয় স্বপনবালা।
মেঘে শুধু আনে স্মৃতি দুখের লহরী ভীতি
নিতই জ্বলে হৃদয় শালা।
বাড়ে তবু করে নাই হৃদয়েরে কুঁরে খায়
শুধু উঠে উদাত্ত জ্বালা।
প্রিয়ার সে শুভানন মনে পড়ে সারাক্ষন
অনিবারে কাঁদে মোর হিয়া।
শুধু মনে মনে ভজি যেওনা গো মোরে ত্যজি
চলে এসো কাছে মোর প্রিয়া।
Comments