মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
জগৎঘর
দীর্ঘ সময় আছিলামে
পাই নাই অবসর,
ছিলাম দেশ পাড়ি দিয়ে
হয়েছি আপন-পর,
আছিতে আছিতো বেশ
পেয়ে গেছি বৃক্ষধড়,
থাকিবতে থাকবো গিয়ে
অনন্ত সে জগৎঘর l
Post a Comment
No comments:
Post a Comment