কবিতা || সক্রেটিস ও চতুর্ভুজ চিতা || নিমাই জানা
সক্রেটিস ও চতুর্ভুজ চিতা
আমি জাইগোটগ্ৰস্ত শবদেহের পাশে ক্যালরিমিতিক পাঠ করতে করতে এগিয়ে আসি সক্রেটিসের সাজানো চতুর্ভুজ চিতা কাঠের দিকে ,
আগুন বিষয়ক কোনো বাস্তব পরকীয়া আর নেই
পাঞ্জাবির ভেতর থাকা সহস্র ছিদ্র থেকে উদ্ভূত নারীরা উর্ধাঙ্গ খুলে রেখে তাদের মায়া কাননে মত্ত হয়ে নির্ভার সংগীত গেয়ে ওঠে হিমোফিলিক ঘোড়াকে চালনা করছেন শিলাদিত্য
শরীর জুড়ে অলৌকিক পরজীবীরা নিজেদের ঠোঁটে কামড় বসায় অনন্তলোকের গৃহমুখী হয়ে , আজ একাদশ সন্তানের জন্ম দিবস
ধাতব বিষধর পেয়ালায় আমি ও বাবলা ফুলের মতো দাঁড়িয়ে কোন মিশরীয় নারীর পিরামিড খুলে দেখি কঙ্কাল ও বৃশ্চিক চিহ্নের অবস্থানগত দ্রাঘিমায় একটি কঠিন অসুখ থাকে
দেবদারু পাতাটি নিরাকার পেঁচানো নারীর ধাতব আঁচল থেকে স্তনবৃন্তের দিকে ছুটে যায় পলিমার সিরোসিস ও ভ্যাজাইনাল ফেমিনি নিয়ে
আমি কালপুরুষের দুই হাত কেটে ফেলেছি গভীর রাতে
Comments