Sunday, December 12, 2021

কবিতা || কালো ধোঁয়া || সুমিত্রা পাল

 কালো ধোঁয়া 

       


একটা কুণ্ডলীকৃত কালো ধোঁয়া ,

ব্যাপ্ত মানব সমাজের অন্তরালে।

বাহিত হয়েছে শিরা-উপশিরায়,

জরাগ্রস্ত তাই মানব সভ্যতা।


একটা কুণ্ডলীকৃত কালো ধোঁয়া,

দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ছে।

চাপা শ্বাসকষ্ট, শুকনো কাশি,

দম বন্ধ হওয়া পরিবেশ।


একটা কুণ্ডলীকৃত কালো ধোঁয়া,

নরম তুলতুলে তাজা হৃৎপিণ্ডটিকে,

করেছে রংহীন, রক্তশূন্য মাংসপিণ্ড।

ধুঁকছে যমরাজের প্রতীক্ষায়।


একটা কুণ্ডলীকৃত কালো ধোঁয়া,

পৃথিবীকে ঢেকেছে গভীর অন্ধকারে।

ভয়ার্ত চোখ, শঙ্কায় গুনছে প্রহর,

শোনা যায় তারই আর্তনাদ।

No comments: