অনুগল্প || অশনি বার্তা || বিমান প্রামানিক

  অশনি বার্তা



গ্রীষ্মের রাত, তখন এগারোটা হবে হয়তো। গ্রামের ধারে রাস্তায় বসে আছি আমি আর দুই বন্ধু। ঠিক আমরা গরমের অস্বস্তির মধ্যেই,আর হঠাৎ শুনতে পেলাম সেই পতিত নির্জন বাড়ি থেকে এক মেয়ের চিৎকার। শুনেই মানিক আমাকে কান খাড়া করতে বলল, আমি মনযোগ দিতেই নিশ্চিত বুঝতে পারলাম কান্নার চিৎকার নয়। ঠিক কোনো এক মেয়ে একদল শয়তানের খপ্পরে পড়েছে। আমি ভীষণ চিৎকারে ডাক ছাড়লাম। তারপর সব নিস্তব্ধ। ঠিক মিনিট পাঁচেক পর জানালা খুলে আলো বেড়িয়ে এলো। আমরা হতবাক! আলোর রশ্মি এখানে? ঠিক তারপরেই একটা দরজা খুলে বেরিয়ে এলো সাদা কাপড় ঢাকা একটা দেহ।তিনজনেই নির্বাক, কে এই মেয়ে? ওরা কারা?

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র