Sunday, December 19, 2021

কবিতা || মনের অবচেতনে || নার্গিস পারভিন

 মনের অবচেতনে




মনের অবচেতনে কোনো একদিন 

যে প্রেম এসেছিল,

নদীর স্রোতে যার বহমানতায়

মোহনার অভিমুখী,

কতো অভিমান ক্লেদ পঙ্কিল এ মিশে

পরিণত শতদল।


রমণীর কঙ্কনে চমকায় প্রেমময় রশ্মি,

আগুনের অনিয়ন্ত্রিত শিখায়

দগ্ধ মন হয়ে ওঠে আরো খাঁটি!


অপরাজিত হৃদয় অঙ্গনে

পাতা ফুলেল গালিচা

লাল নীল সাদার সমাহারে--

থোকা থোকা সংশয়ের ফুল ফোটে।


অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ হাসে,

বসন্ত বিরাজিত প্রতিক্ষণে

মুঠো মুঠো আলো ছোঁড়াছুঁড়ি করে আকাশ মাটি!

No comments: