কবিতা || মনের অবচেতনে || নার্গিস পারভিন

 মনের অবচেতনে




মনের অবচেতনে কোনো একদিন 

যে প্রেম এসেছিল,

নদীর স্রোতে যার বহমানতায়

মোহনার অভিমুখী,

কতো অভিমান ক্লেদ পঙ্কিল এ মিশে

পরিণত শতদল।


রমণীর কঙ্কনে চমকায় প্রেমময় রশ্মি,

আগুনের অনিয়ন্ত্রিত শিখায়

দগ্ধ মন হয়ে ওঠে আরো খাঁটি!


অপরাজিত হৃদয় অঙ্গনে

পাতা ফুলেল গালিচা

লাল নীল সাদার সমাহারে--

থোকা থোকা সংশয়ের ফুল ফোটে।


অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ হাসে,

বসন্ত বিরাজিত প্রতিক্ষণে

মুঠো মুঠো আলো ছোঁড়াছুঁড়ি করে আকাশ মাটি!

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024