কবিতা || হবে হবে হবে || সোনালী মীর
হবে হবে হবে
হবে হবে হবে সব হবে
কাস্তে ঘাসে পদ্ম ফুলে
প্রেম ও প্রীতির খেলা হবে
বামে রামের হাতে হাতে
জোট বিজোটের পাতে পাতে
মিষ্টি হবে কৃষ্টি হবে
রঙে রঙে রং মিশিয়ে
হিন্দি সিন্ধি বং মিশিয়ে
পায়ের উপর পা টি তুলে
মাছ ভাত চাপাটি ঝোলে
ফিষ্টি হবে তুষ্টি হবে
গুষ্টিশুদ্ধ ফূর্তি মেরে
শাড়ি ধুতি কুর্তি ঘিরে
জন্মদিনের পার্টি হবে
পার্টি পার্টি ডার্টি খেলায়
হরেক টুপির গুপ্ত মেলায়
খাওয়াখাওয়ির খিস্তি শেষে
নিপাট নিরেট ছদ্মবেশে
একটেবিলেই আড্ডা হবে
পথের মাঝে গাড্ডা খুঁড়ে
সেবার নামে ডান্ডা হবে...
কনফিউশন ঝান্ডা ধরে
পাবলিকরা মাতবে সুরে
সুর অসুরের আঁতাত কলে
জন ও গন মরবে পিষে
তবুও তারা ভোজের শেষে
হাঁটবে রণফৌজের আগে
ধানের ক্ষেতে ওরাই জাগে
রণে বনে জল স্থলে
ওরাই আগে ওরাই জাগে
সুবোধ ওরা নির্বোধ ও বটে
কাঁচকলা তাই ভাগ্যে জোটে
বোকা কুমির চালাক শেয়াল
বছর বছর কথার খেলায়
নির্বাচনের উদোম মেলায়
উপড়ে ঘুঁটে সাজছে দেয়াল
কে যে কখন কোন ওয়ালে
কার গরু যে কার গোয়ালে
হাসছে নেতা অভিনেতা
কেমন হাসি বুঝবে কে তা
ঘাড়খানি কার ,কার বন্দুক
কার ঘামে কে ভরে সিন্দুক
কার ঝুপড়িতে ছেলে কেঁদে মরে
চড়েনাকো হাঁড়ি
বোঝে কোনো ব্যাটা,যত বাটপারি
তবুও ওরা সম্বৎসরে বাজি ধরে
কিসের জোরে কাদের জোরে
পাবলিক শুধু পতাকা হাতে
খালি পায়ে হাঁটে
রোদে ঘেমে হাঁটে
ভুখা পেটে হাঁটে
কেন হাঁটে
বোকা তাই হাঁটে
নেতার চোখে রোদ চশমা
মুখে মধু হাসি গায়ে খাদি জামা
জামায় ঢাকা মিথ্যে চামড়া
জানি কি আমরা
আমরা তো সিঁড়ি স্বর্গে ওঠার
আমাদের কাঁধে যত বোঝা ভার
গনতন্ত্রের মুন্ডুটা কেটে
পান্ডারা বেঁচে পচা আন্ডা
জাত তুলে মারে
ভাত মেরে মারে
দলাদলি করে লেলিয়ে মারে
লাভের গুড় কে খায় আখেরে
এ মহানাটক কবে শেষ হবে
হবে হবে হবে সব হবে
শিরদাঁড়াটা ঝুঁকে ঝুঁকে ঝুঁকে ক্লান্ত হয়ে
একদিন ঠিক সোজা হবে
মানুষে মানুষে হাতে হাত বেঁধে
যেদিন মোড়ে রুখে দাঁড়াবে
চালাক শেয়াল ধরা পড়ে গিয়ে
লেজখানি তুলে ছেড়ে দে মা কেঁদে
ঠিক পালাবে
ঘুমন্ত ও অন্ধ যত পাড়াপড়শি
চোখ খোলা রেখে নির্ভয়ে বলো 'ভালোবাসি'।
কুরান গ্রন্থ জেন্দ বেদ ও বাইবেলে
দিনের শেষে লাল সূর্যের গোল টেবিলে
গল্প বলে
অহিংসতার ধৈর্য্য ক্ষমার গল্প বলে
যত পশু পাখি আকাশ মাটি
ছুঁয়ে ছুঁয়ে যায় গল্পসুরের জিয়নকাঠি।
আমাদের কথা পাতায় লেখা
আমাদের মন জড়তায় ঢাকা
আমরাই লিখি আমরাই মুছি
অন্ধকারে ঘুরে ঘুরে মরে
পড়ে থাকি এঁটো আস্তাকুঁড়ে
তবুও ভুলের পা ধরে নাচি
মিথ্যে একটা জীবন বাঁচি।
আমাদের বোধ কবে হবে
আমাদের বোধ কবে হবে।
Comments