Sunday, December 19, 2021

কবিতা || স্মৃতির ভেলায় বন্ধু || বিমান প্রামানিক

 স্মৃতির ভেলায় বন্ধু




পুরনো সেই দিনের কথা মনে পড়ে যখন

চোখের জলে ভেসে যায় আমার দুটি নয়ন। 

সুখ দুঃখের সাথী হয়ে ছিলিস তুই পাশে

এখন তবে তোর বাসা হয়েছে কোন দেশে?

সেই ছোট্ট থেকেই তুই আমি কত মেলামেশা!

এখন সে সবই স্মৃতির ঘরে ভেসে ওঠা। 

একলা হয়েই গেছি যখন, একলা ভাবি মনে

সেই দিনের কথা নাড়া দিয়ে যায় হৃদয়ের কোণে। 

ব্যস্ত জীবন কাটাই, তবে শত ব্যস্ততার মাঝে 

ক্ষণেক দুঃখ দিয়ে যায় স্মৃতি গুলো ফিরে আসে। 

উৎসব আনন্দে একসাথে হেসে খেলে কাটে 

আজও সেই সব দিন এলে তোর ছবিই জেগে উঠে।

তোর মতো বন্ধু নিয়েই যাদের জীবন গড়া

একলা হয়ে পড়ে আছি, বেঁচে থেকেও মরা। 

পুকুরের জলে স্নান করার আনন্দ নয় ভোলার

আরও স্মৃতি ভেসে ওঠে, কাদা পথে স্কুল হতে ফেরার। 

তুই এখন অনেক দূরে, কোনো এক শহরবাসী

আমি তবুও গ্রামে সেই স্মৃতি জড়িয়ে আনন্দেই আছি।

শত কাজের চাপে তুই কি মনে রেখেছিস আমায়?

আমি যেন এক নাবিক হয়ে ঘুরছি চড়ে স্মৃতির ভেলায়। 

No comments: