কবিতা || বিষ || তৈমুর খান

 বিষ




 সাপের চোখে চোখ রাখলে যেমন হয়

 তোমাকে বুঝেছি তেমনি।

 দূরে কোনো বিষণ্ণ সাঁতারে

 ডুবে যেতে যেতে

 পৃথিবী অন্ধকার!



 তোমার দ্বি-ফলা জিভ বেরিয়ে আসে জিভে

 শরীরে রতিক্লান্ত জ্বর…


 এই এতদিন পর বিষে-বিষে আমার নীলাভ সমাজ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র