মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
বিষ
সাপের চোখে চোখ রাখলে যেমন হয়
তোমাকে বুঝেছি তেমনি।
দূরে কোনো বিষণ্ণ সাঁতারে
ডুবে যেতে যেতে
পৃথিবী অন্ধকার!
তোমার দ্বি-ফলা জিভ বেরিয়ে আসে জিভে
শরীরে রতিক্লান্ত জ্বর…
এই এতদিন পর বিষে-বিষে আমার নীলাভ সমাজ।
Post a Comment
No comments:
Post a Comment