Sunday, December 19, 2021

কবিতা || হুঁশ || সৌমেন্দ্র দত্ত ভৌমিক

হুঁশ




মানুষের হুঁশ এক কর্পূরের নাম।

মাঝে মাঝে ইন্দ্রজাল হয়ে হঠাৎ উবে গিয়ে

গরিলার ঘরে দিব্যি হা-ডু-ডু-ডু খেলে।

        তখুনি আশনাইয়ের অন্তর জুড়ে

স্পষ্ট স্পষ্টতর বুলেটের ক্ষতচিহ্ণ দেখি,

মায়া-দয়া-মমতা সবকিছুই আভিধানিক

উল্টেপাল্টে দেখতে সাগর ছুঁয়ে ফেলে।



ব্যাপক ভেঙে চুরমার মহার্ঘ হুঁশ জুড়তে জুড়তে

আরো আরো দামী আঠা এখনো পাই নি খুঁজে।

No comments: