কবিতা || হুমকি || আবদুস সালাম

 হুমকি



শরীরে জ্বলছে আগুন

মারণ রোগ বাসা বেঁধেছে শরীরে

মৃত্যু অনিবার্য জেনে ও ডাক্তার ওষুধ লেখে

বিষফোঁড়া বেরিয়ে আসে অজান্তে


ভালোবাসা দাঁড়িয়ে আছে পরিচয়হীন স্টেশনে

নিমপাতায় নেমেছে অন্ধকার

পশ্চাৎগামী অবক্ষয় আত্মবিলাপে মগ্ন

অবেলায় মগ্নহাহাকার ডানা মেলে

ঝিমিয়ে পড়ে শরীরী ব‍্যাঞ্জনা করে


এ শরীর আমার নয়

আমার জ্বলনের তাপ পাড়া জুড়ে


দৈববাণীর মতো মাইকে ভেসে আসছে

এ শরীর তোমার নয় অন্য শরীর ধরো।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024