Sunday, December 19, 2021

গল্প || বাংলা ভাষা || সিদ্ধার্থ সিংহ

 বাংলা ভাষা




এক প্রাইমারি স্কুলের বাংলা শিক্ষককে হাইস্কুলের এক শিক্ষক জিজ্ঞেস করলেন, বলুন তো এই পৃথিবীতে সব থেকে কঠিন ভাষা কোনটা?

প্রাইমারি শিক্ষক বললেন, কেন? বাংলা।

--- বাংলা? আপনি বাঙালি। আপনার মাতৃভাষা বাংলা। তার উপরে আপনি বাংলা ভাষার শিক্ষক। আর আপনি কিনা বলছেন পৃথিবীর সব থেকে কঠিন ভাষা বাংলা?

--- বলছি। কারণ, বাংলা ভাষা এমন একটা ভাষা, আপনি যদি আপনার বউকে বলেন আমি ছেলেমেয়ে নিয়ে শুয়ে আছি। বউ খুশিই হবে। কিন্তু এই 'ছেলেমেয়ে' শব্দটাই আপনি যদি একটু আগুপিছু করে বলেন, আমি 'মেয়েছেলে' নিয়ে শুয়ে আছি, তা হলেই বুঝবেন বাংলা ভাষা কত কঠিন।


No comments: