কবিতা || সে কে || নবকুমার
সে কে ?
স্বপ্নে কে যেন বলে যায় -বেরিয়ে পড়ো -
চলো আমি আছি সাথে ।
সে যে কে আমি বুঝতে পারিনা ।
একা একাই তো কেটে গেল এতটা বছর
যাকে বন্ধু ভেবেছি সে-ই
আমার পথে ছড়িয়েছে কাঁটা
যে গাছটির তলে অসহ্য দহনে বসেছি
সে ছড়িয়ে দিয়েছে ছায়া
সে ছিল একান্ত দরদি বন্ধু ।
একদিন কালবৈশাখী ঝড়ে
সে-ও উৎপাটিত ভূমিতলে ধূলিশয্যায় ।
আজ এত এতদিন পর
সে-কে ,যে হতে চায় আমার দোসর ?
Comments