Sunday, December 12, 2021

কবিতা || দায় || মিঠুন রায়

 দায়



অস্তিত্বকে আঁকড়ে বেঁচে থাকে মানুষ 

প্রশ্ন তুলে মানবতার অপমৃত‍্যু

পরিচিতির সোপান যদি রাজনৈতিক রঙ,

ক্ষুধার্তের মুখের গ্রাস কেড়ে নেয় কারা,

তারাও মানবপ্রেমের বুলি আওড়ায়।

মেকি দেশপ্রেমীরা ঘৃণা করে মানবতাকে

বিপথে স্বপ্নরা ডানা মেলে,

লুটে নেয় মহাজন শস‍্যকণা

কথা রাখার দায় কারোর নেই।

No comments: