Sunday, December 5, 2021

অনুগল্প || একটা প্রেম || অমিত পাল

 একটা প্রেম

                     


'রফিক কেমন আছো?' শুনে পিছন ফিরতেই রফিক দেখল কমলা দাঁড়িয়ে৷ বাজারের মধ্যে দীর্ঘ পাঁচ বছর পর দেখা হল দুজনের ৷ কমলার সিঁথিতে সিন্দূর৷


  'ভালো আছি', তুমি?


'ভালো আছি' ৷ এখনো কি এই ব্যবসায় করছ রফিক?


'হ্যাঁ কমলা', তবে বেশ ভালো আছি একা থেকে৷


রফিক একজন দর্জি জেনে এবং অন্য ধর্মের মানুষ বলে কমলার বাড়ির লোক এই সম্পর্কের অবসান পাঁচ বছর আগেই করে দিয়েছে৷


'বিয়ে করলে না কেন?' কমলা বলে উঠল৷


'আমি শুধু তোমায় ভালো বাসি৷' অন্য কাউকে বিয়ে করলেও ভালো বাসতে পারতাম না৷


রফিকের মুখে এই কথা শুনে কমলার চোখ বেয়ে জল বের হল৷ একটু খোলা মনে কাঁদল কমলা৷ আবার অদৃশ্য হয়ে গেল ভীড়ের মধ্যে৷

No comments: