Sunday, December 5, 2021

কবিতা || লোকটা || নবকুমার

লোকটা



লোকটাকে চেনে না কেউ 

যদিও তাতে ওর কিছু যায় আসে না ।


গাঁয়ের পাশে নদী

লোকটি প্রতিদিন বিকেলে

নদীর বালিতে পা ছড়িয়ে বসে

বালি দিয়ে তৈরি করে ঘর

সে ঘরে মানুষ থাকে না -

থাকে তার নিজস্ব হৃদয় ।


কখনো কখনো বালি দিয়ে তৈরি করে মন্দির

এ মন্দিরে কি দেবতা থাকে ?

জিজ্ঞেস করলে বলে -না,

দেবতারা এ ঘরে থাকে না 

থাকে দামি দামি মন্দিরে ।


লোকটির একাকী জীবন-

লোকে বলে 'পাগল'

এক পাগলের বিস্তৃত সুন্দরবন।

No comments: