Sunday, December 5, 2021

কবিতা || আহ্বান || হরিহর বৈদ্য

 আহ্বান

 


জাতের কভু নেই ভেদাভেদ
    এই কথাটি জানি,
ভাই হয়ে তবু ভাইয়ের রক্তে
     এত কেন হানাহানি?
হিন্দু-মুসলিম এক জাতি মোরা
        একসাথে আছি গাঁথা,
দলাদলির লড়াই তথাপি
          মনে বাজে বড় ব্যথা!
কে বলে হিন্দু, কে বলে মুসলিম?
     আমরা একই জাতি,
অশ্রু ঝরাই কাঁদলে সবাই---
         সুখেও সবাই হাসি।
জীবনের দাম সবারই সমান
     নেই সেথা ভেদাভেদ,
পুরান- কোরান- বাইবেল বা
      খুলে দেখো তুমি বেদ।
জন্ম-মৃত্যু, সৃষ্টি- বিনাশ---
          একই নিয়মে বাঁধা,
তব দেহে যেমনি রক্ত
      মোর দেহের সেই ধারা।
তাই সবাই মিলে ভাববো 
     মোরা একে অপরের ভাই,
কারো উপর ঘটলে আঘাত
       যেন সকলেই ব্যথা পাই।
মতভেদ আজ যত থাক 
      তবু একটা কথাই খাঁটি,
সবার উপরে এটাই সত্য
        আমরা মানব জাতি।
সব ভুলে তাই হাতে হাত রেখে
       শুধু এই কথাটাই বলি,
ভুল বোঝাবুঝি শেষ করে
     এসো একসাথে মোরা চলি।

No comments: