স্বপ্নের রানী
কি অপরূপ আঁখি তোমার,দেখলেই মন জুড়িয়ে যায়।
সত্যি অসাধারণ তোমার গোলাপী ঠোঁটের হাসি,সেই জন্যই তো আজও তোমাকেই বড় ভালোবাসি।
তোমার পাগল করা কেশে, আমি হারিয়ে যাই স্বপ্নের দেশে।
তোমার কি অপরূপ মহিমা, হাসলেই ঝড়ে পড়ে মধুচন্দ্রিমা।
তোমার ঐ বাঁকা চোখের চাউনি,মন ভরে ওঠে তাকাই যখনই।
হৃদয় জুড়ায় তোমার শাড়ির ভাঁজে,তাইতো ছুটে আসি সকাল-সন্ধ্যা সাঁঝে।
কানে আসে যখন আলতা পরা পায়ের নুপুরের শব্দ, হৃদয় তখন তোমার প্রেমে জব্দ।
বেঁধেই রেখেছো আমায় মায়ার বাঁধনে,তোমার কথা মনে পড়ে হৃদয়ের প্রতিটি স্পন্দনে।
কবে রাখবো তোমার কোলে মাথা,প্রানভরে বলবো আমার মনের কথা।
মন চায় থাকতে তোমার চোখের কাজল হয়ে,সারাজীবন থাকবো তোমার শাড়ির ভাঁজে লুকিয়ে।
সর্বসুখ বিরাজমান মোদের স্বপ্নের দেশে,হাজারো স্বপ্ন ফুটে উঠবে আলিঙ্গনের শেষে।
No comments:
Post a Comment