ব্যাঙ্ক অফ বরোদায় 376 ম্যানেজার নিয়োগ। (Bank of Baroda recruitment)
**ব্যাঙ্ক অফ বরোদা ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস বিভাগ - "সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার" ও "ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার" পদে 376 জন লোক নিচ্ছে। চাকরি হবে চুক্তিতে।
মোট শূন্যপদ-- 376 জন
শিক্ষাগত যোগ্যতা-- যে কোন শাখায় গ্রাজুয়েট ও পোস্ট গ্যাজুয়েট। শিক্ষাগত যোগ্যতা 60% (তপশিলি ওবিসি ও প্রতিবন্ধী হলে 55%) নম্বর পেয়ে থাকতে হবে।
বয়স সীমা-- 24 থেকে 25 বছরের মধ্যে এবং 1/11/2021 এর হিসেবে বয়স গুনতে হবে। তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর ও প্রতিবন্ধীরা যথারীতি ছাড় পাবেন।
মাইনে-- শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে ঠিক করা হবে। 5 বছরের চুক্তিতে নিয়োগ হবে পূর্ব ভারতের কলকাতায়। পরে মেয়াদ বাড়ানো হতে পারে।
প্রার্থী বাছাই-- প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখে। এরপর হবে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন।
শেষ তারিখ-- দরখাস্ত হবে অনলাইনে, 9 ডিসেম্বর 2021 এর মধ্যে।
ফি-- ফি বাবদ 600 (তপশিলি, প্রতিবন্ধী ও মহিলা হলে 100) টাকা অনলাইনে জমা দিতে হবে।
**আরও তথ্য পেতে এবং ফর্ম ফিলাপ করতে এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন--
No comments:
Post a Comment